আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমি আশা করতে পারি আপনি
অ্যাপ এর সাথে পরিচিত। আপনারা আপনাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপ ইন্সটল করে
থাকেন।এই অ্যাপ গুলো প্রয়োজন অনুসারে আপনার কাছ থেকে নিচ্ছে নানা রকম তথ্য ।
আমরা এর একটা উদারণ দিতে পারি ফেসবুক। আপনি কার সাথে কি কথা বলছেন, কোথায়
যাচ্ছেন, কাকে কি এসএমএস দিচ্ছেন তার প্রায় সবকিছুই জানে ফেসবুক।
কিছুদিন ধরে অ্যাপ ভিওক রাইড শেয়ারিং সেবাদান প্রতিস্টান পাঠাও এর উপরে উঠেছে
গোপনীয় তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ। আপনি কি জানেন আপনার কাছ থেকে পাঠাও কি কি তথ্য
হাতিয়ে নিচ্ছে।
লোকেশন
এই মুহূতে আপনি কোথায় আছেন তা এখন বলে দিতে পারবে এই অ্যাপ টি জিপিএস এর
সাহাজ্যে।
ফোন
আপনার কি মোবাইল ব্যবহার করছেন এবং মোবাইলের অপারেটিং সিস্টেম সম্পকে জেনে
জেতে পারবে।
স্টোরেজ
স্টোরেজ এ থাকা ভিডিও, ছবিসহ আপনি কোন ধরনের ফাইল স্টোর করে রেখেছেন তা জানতে
পারবে।এবং সেগুলো দেখতে এবং ডিলিট করে ফেলতে পারবে।
এসএমএস
আপনি আপনার প্রিয় বন্ধুদের কি কি মেসেজ পাঠাচ্ছেন তা জানতে পারবে।
অন্যান্য
আপনার মোবাইল এর যে ব্রাউজার রয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করতে পারে। কোন সিম
দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন তাও স্টোর করে রাখছে পাঠাও।
এবার ভেবে দেখুন একবার যদি পাঠাও এর সার্ভার হ্যাক হয় এবং যারা এই অ্যাপটি
ব্যবহার করছে তাদের কতবড় ক্ষতি হতে পারে।